হাফিজুল ইসলাম, জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুরের ফেন্ডস ক্লাব কতৃক গোল্ড এন্ড গোল্ড রোপ্য কাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন।
মোঃ আলতাফ হুসেন এর পরিচালানায় এম এ সালাম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরন করেন জুড়ী উপজেলা ক্রীড়া সংতার সাধারণ সম্পাদক রিংকু রন্জন দাস ,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বি এন পি নেতা জাকির হুসেন রাজা, অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন বাসু দেব,বাবুল আহমদ।
টুনামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন, হারুনুর রশিদ (হীরা), মরহম আলী (মজুমদার),কবির আহমদ, কামাল আহমদ,গৌছ উদ্দিন (বলাই),আব্দুল কাইউম,আইনুল হক,সাইদুর রহমান, বিশ্বজিৎ বৈদ্য, এনাম উদ্দিন,অনুপম দাশ, প্রতিযোগিতায় “ধামাই টি গার্ডেন জুড়ী” চ্যাম্পিয়ান এবং “শরিফ সাথী নয়াগ্রাম জুড়ী” রার্নাস আপ গৌরব অর্জন করে।