14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত

পিআইডি
December 10, 2024 6:13 pm
Link Copied!

ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা বলেছেন, জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে মানবাধিকারের কোন বিকল্প নেই।

শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধরা যে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশে ফ্যাসিবাদদের কোন জায়গা হবে না। যারা বিভিন্নভাবে ফ্যাসিবাদদের জায়গা দেয়ার চেষ্টা করছেন তাদেরকে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে পরাজিত করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করলে গণতন্ত্র বলুন আর ভোটের অধিকার বলুন কোন কিছুই সঠিক নিয়মে চলে না।

আইনের শাসন, ন্যায় বিচার ও একজন সু নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত নিজের অবস্থান থেকে অন্যের অধিকারের প্রতি সম্মান দেওয়া। আমরা অনেক সময় নিজের দিকে তাকিয়ে অন্যেকে সম্মান দিতে ভুলে যাই। তখনই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি বলেন, আমরা ২০১২ সাল থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার  লক্ষ্যে ফ্যাসিবাদের মধ্যে কথা বলার চেষ্টা করেছি।

এখন সময় এসেছে বাংলাদেশকে ঘুরে দাড়ানোর। সেখানে সকল মানবাধিকার কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তিনি জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।১০ই ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর উদ্যোগে “মানবাধিকার লঙ্ঘন।

বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা” শীর্ষক সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান, সংগঠনের সেক্রেটারী এ্যাড. রিয়াজ হোসেন সিদ্দিকী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভিপি শহীদ, লায়ন সালাউদ্দিন, আনিসুর রহমান আনিস, আব্দুল কাদের, তরুণ সংঘের ফজলুল হক ও আমানুল্লাহ কবির সহ প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের ইশতেহারে স্পষ্টভাবে মানবাধিকারের প্রতিটি ধারা উল্লেখ করতে হবে। ভবিষ্যতে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসে সকল শহীদদের প্রতি এবং ২৪’র গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানার নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

http://www.anandalokfoundation.com/