13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুতা পায়ে শহীদদের স্মরণে চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগ

Ovi Pandey
February 22, 2020 4:31 pm
Link Copied!

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে দিয়েই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শহীদ মিনারে ফুল দিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা যায়, রাত ১০ টা থেকেই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা ফুল দেয়ার জন্য স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এসে জড়ো হয়। এসময় ছাত্রলীগ নেতাকার্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। ১২ টা ১ মিনিটে স্থানীয় প্রশাসন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা ফুল দেওয়ার পর বেপরোয়া হয়ে পরে ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিকলীগের কর্মীরা। অনেকেই আবার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। খালি পায়ে প্রবেশের নিয়ম থাকলেও শ্রমিকলীগের নেতাকর্মীরা জুতা পায়েই শহীদ মিনারে ফুল দেয়। শ্রমিকলীগের পাশাপাশি বেশ কয়েক জনকে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

জানতে চাইলে ক্যামব্রিজ কলেজের পরিচালক এনামুল হক রত বলেন, এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি লজ্জার ব্যাপার। যারা রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে দিয়ে যারা এসব কর্মকান্ড করেছে তা আসলেই দুঃখজনক। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, এটি ভাষা শহীদদের প্রতি অসম্মান জানানো ছাড়া কিছুই নয়। চন্দ্রগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে জুতা খুলে শহীদ মিনারা প্রবেশ করার জন্য। এ ধরনের কর্মকান্ড সঠিক হয়নি।

http://www.anandalokfoundation.com/