খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের হস্তক্ষেপে বেঁচে গেলো এক মুমুর্ষ অসহায় রোগীর প্রাণ। বিষয়টি তালাবাসির মনে ব্যাপক রেখাপাত করেছে।
জানাযায়, শ্যামনগর উপজেলার প্দ্মপুকুর ইউনিয়নের কুটিঘাটা গ্রামের অমল কান্তি সরদারের মেয়ে সুমী (২০) কে তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মফিজ শেখের পুত্র রুবেল শেখ ২ বছর আগে ফুঁসলিয়ে এনে বিয়ে করে পরে সুমী ৯ মাসের অন্তঃসত্বা হলে রুবেল অন্য আরেকটি মেয়েকে নিয়ে উধাও হয়। গতকাল সুমী প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকলে সুমীর শ্বাশুড়ী সুমীকে তালা হাসপাতালে রেখে পালিয়ে যায়।
সন্তান সম্ভবা সুমী তালা হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবে যখন মৃত্যু যন্ত্রনায় ছটফট করছিলো তখন তালা প্রেসক্লাব থেকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের নজরে আনলে তাৎক্ষনিকভাবে তিনি অহসায় ওই সন্তান সম্ভবার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করার ব্যাবস্থা গ্রহণ করেন। ফলে অসহায় মুমুর্ষ ওই রোগীটি জীবনে রক্ষা পায়।