14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমান ও তাঁর ছেলের কবর জিয়ারত করলেন দলীয় নেতাকর্মী

admin
May 12, 2017 12:12 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর তাঁরা কবর জিয়ারত করে দুজনের রুহের মাগফিরাত চেয়ে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রত্যেকবার পবিত্র শবে বরাতে জিয়া উদ্যানে গিয়ে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর বনানী কবরস্থানে গিয়েও শবে বরাতে কবর জিয়ারত করতেন। কিন্তু এবার পায়ে প্রচণ্ড ব্যথা থাকায় সেখানে যেতে পারেননি। তবে বাদ মাগরিব গুলশানে তাঁর কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। সেখানে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত চেয়ে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়।

শায়রুল কবির খান আরো জানান, বিএনপি চেয়ারপারসন কবর জিয়ারত করতে যেতে না পারলেও জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেকের নেতৃত্বে ওলামা দল ও বিএনপির নেতাকর্মীরা আসরের নামাজের পর জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে দোয়া করেছেন।

http://www.anandalokfoundation.com/