মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা থেকে ৪৯ কেজি চোরাই জিরে সহ শ্রী লাল্টু সাহা (৩৪) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে উপজেলা নাভারন থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতার লাল্টু শার্শা উপজেলার নাভারন যাদবপুর গ্রামের মৃত শংকর সাহার ছেলে।
পুলিশ জানায়, চোরাইকৃত জিরে নিজ দোকানে মজুত করে রেখেছে চোর চক্রের সদস্য লাল্টু সাহা, এমন খবরে শার্শা থানার এসআই শেখ খায়রুল বাশার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাভারন বাজারের লাল্টু সাহা ষ্টোর থেকে ৪৯ কেজি চোরাই জিরে সহ তাকে গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আসামির নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।