13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জায়গা দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

admin
October 11, 2015 3:34 pm
Link Copied!

বিশ্বজিৎ শীলঃ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা ৫ নং ওয়ার্ডের প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের একটি জায়গা দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে এই জায়গার মালিকানা নিয়ে মোঃ কামাল উদ্দিন ও নুর হোসেন গং এর মধ্যে বিরোধ চলে আসছে। মূল্যবান এ জায়গা দখল নিয়ে উভয়পক্ষের বিবদমান বিরোধ নিষ্পত্তি না হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সর্বশেষ গত শুক্রবার (১০ অক্টোবর) এ জায়গা দখল নিয়ে উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। অবশ্য পরে পুলিশী তৎপরতায় কোনপ্রকার অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, হাটহাজারী পৌরএলাকা ফটিকা ৫ নং ওয়ার্ডস্থ রাজা মিয়া কন্টাক্টর বাড়ী এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের ৫৭ শতক একটি জায়গার (আরএস দাগ নং-১২৬৪৬/১২৬৪৭, আর এস খতিয়ান নং-৯৭৬) মালিকানা নিয়ে মোঃ কামাল উদ্দিন ও নুর হোসেন গং এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই জায়গা দখল নিয়ে উভয়পক্ষ একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়ে। এ নিয়ে উচ্চ আদালতে উভয়পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়ভাবে জায়গার মালিকানা নিয়ে অনেকবার সালিস বৈঠকও হয়েছিল। কিন্তু কোনপক্ষ সমঝোতায় পৌছতে ব্যর্থ হয়। সর্বশেষ গত শুক্রবার ওই জায়গা দখল নিয়ে উভয়পক্ষ পূণরায় সংঘাতে জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয়পক্ষ পরস্পরকে দায়ি করছে। অবশ্য পরে হাটহাজারী মডেল থানা পুলিশের তিনটি ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জায়গার মালিক দাবিকারী নুর হোসেন বলেন, আমাদের দখলীয় জায়গায় শুক্রবার ভোরে কামালের ভাড়াটিয়া শতাধিক লোকজন এসে সীমানাপ্রাচীর ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা চালায়। এসময় তারা আমাদের ভাড়া ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। কামালের লোকজন আমাদের ভাড়াটিয়া হাবিবুর রহমান, সোলায়মান, রহমত উল্লাহ, সবুজ, বিবি আয়েশা, সুমনের উপর হামলা করে আসবাপত্র ভাঙচুর,তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে অনুমান দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। আমরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি (এসডিআর নং-৪২৩৫, তারিখ-১০/১০১৫ খ্রিস্টাব্দ)।

জায়গার মালিক দাবিকারী অপরপক্ষের মোঃ কামাল উদ্দিন নুর হোসেনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমাদের মালিকীয় জায়গায় সম্পূর্ণভাবে অবৈধভাবে নুর হোসেন গং দখলের চেষ্টা করলে আমরা বাধা দেই। এসময় তাদের লোকজনের হামলায় আমি, আমার ছেলেরাসহ বেশ কয়েকজন আহত হই।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল পিপিএম (বার) জানান,‘ জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

http://www.anandalokfoundation.com/