ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীকে নিয়ে অস্বস্তিতে বিএনপি

admin
January 19, 2016 10:22 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি জামায়াতে ইসলামীকে নিয়ে ব্যাপক অস্বস্তিতে আছে । দলটির হাইকমান্ড ভোটের অঙ্কের জন্য যেমন জামায়াতকে ফেলতে পারছে না, তেমনি আবার সঙ্গে রেখেও সম্মুখীন হচ্ছেন বিরোধিতার। বিএনপির ভেতর থেকেই, একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ বিরোধিতা এখন প্রকাশ্যে চলে এসেছে। গত কয়েকদিন আগে দলের নীতিনির্ধারণী ফোরামের কয়েকজন সদস্যের সঙ্গে পৃথক পৃথক কথা বললে জানা যায়, তারা জামায়াতের কর্মকাণ্ডে মোটেও সন্তুষ্ট নন। গত বছর থেকে এ অসন্তুষ্টি বেড়েই চলছে। এছাড়া বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও জামায়াতকে বাদ দিয়ে রাজনীতি করার পরামর্শ ইতিমধ্যে দিয়েছে বলে দলের ওই নেতারা জানান।

নিজামী ও মুজাহিদে মন্ত্রিত্ব অর্জনের পরই ব্যাপক আকারে জামায়াত-বিরোধিতা শুরু হয়। আওয়ামী লীগসহ ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের অংশ’টি চারদলীয় জোট সরকারকে মুক্তিযুদ্ধবিরোধী তকমা দেওয়ার সুযোগটি পেয়ে যায়। তখন থেকেই তারা চারদলীয় জোট সরকারকে বিএনপি-জামায়াত জোট সরকার বলে প্রচারণা শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালের নির্বাচনে জয়লাভ করে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতাদের বিচার কাজ শুরু করলে বিএনপি বেশ বেকায়দায় পড়ে যায়। বিএনপির ভেতরের জামায়াতবিরোধী অংশটিও জামায়াতের বিরুদ্ধে কোমর শক্ত করে নেমে পড়ে।

জামায়াতের ব্যাপারে ‘রিজার্ভেশন’ থাকায় বিএনপি থেকেই বিদায় নেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মরহুম লে. জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম। এছাড়াও মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী দলের স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রমেরও দল ত্যাগের পেছনে একই কারণ জড়িত। অবশ্য ড. অলি আহমদের দল ত্যাগের অন্যতম কারণ ছিল ভোটের রাজনীতি। জোটের কারণে চট্টগ্রামের চন্দনাইশে তার দুটি আসনের একটি জামায়াতকে ছেড়ে দেওয়াটা মেনে নিতে পারেননি। এ কারণে তার মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা বিএনপি ত্যাগের মাধ্যমে প্রশমিত করেছিলেন বলে মনে হয়।

জামায়াতের ব্যাপারে বিএনপির ক্ষুব্ধ অংশটির বক্তব্য তুলে ধরে দলের প্রভাবশালী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ড. অলি আহমদের মতো এমন ক্ষোভ এখন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে ছড়িয়ে পড়েছে। জামায়াত-নির্ভরতার কারণে এতদিন বিএনপিরই ক্ষতি হয়েছে। বিএনপির সঙ্গে থেকে লাভ হয়েছে জামায়াতের। এমন অবস্থায় সম্পর্ক আর দীর্ঘায়িত না করে এখনই ছিন্ন করা উচিত। ওই নেতা গত বছর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াত ও ২০ দলীয় জোটের বিষয়ে সম্প্রতি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রকাশ্যে জোট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্য এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দেন। তিনি বলেছিলেন, বিএনপি রাজনীতির দুটি ধাপ পার করেছে।

এখন চলছে তৃতীয় ধাপ। এ ধাপে দলটি জামায়াত-নির্ভর হয়ে উঠেছে। আর এ কারণে চারদিক থেকে চাপে রয়েছেন খালেদা জিয়া। এ ধাপটি বেশিদিন থাকবে বলে মনে হয় না। দলটিকে বাঁচতে হলে চতুর্থ ধাপে জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে ফিরে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এক সাক্ষাৎকারে জামায়াতের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, জামায়াতকে ঘাড়ে বসিয়ে আমাদের কি লাভ হয়েছে। কোনো লাভ হয়নি, যা লাভ হয়েছে তা জামায়াতেরই। উল্টো জামায়াতকে সঙ্গে রাখার কারণে বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে দুর্নাম সইতে হচ্ছে।

এর আগে জামায়াত ছাড়ার কথা ওঠে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের ফোনালাপে। ওই দুই নেতার ফোনালাপ ফাঁস হওয়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। ফোনালাপে জামায়াত প্রসঙ্গে আবেদ চৌধুরী বলেন, স্যার (মওদুদ) আগেও আপনাকে বলছিলাম যে, জামায়াতের ব্যাপারে বিএনপি যতদিন সিদ্ধান্ত নিতে না পারবে, ততদিন পর্যন্ত বিশ্ব দরবারে বলেন আর বাংলাদেশি দরবারে বলেন, কোনো দেশে আর বিএনপি থাকবে না। এ ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এর উত্তরে মওদুদ আহমদ বলেছিলেন, কথা ঠিক, তুমি তো জানো আমার মত কতটুকু।

ক্ষুব্ধ বিএনপি নেতারা জানান, জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হচ্ছে, বিএনপির সহযোগিতায় জামায়াত ভোটের বৈতরণী পার হয়, কিন্তু বিএনপিকে কখনো সহযোগিতা করে না। অথচ জামায়াতের সহযোগিতায় বিএনপি নির্বাচনের ফসল ঘরে তুলছে এমন কথা প্রায় শোনা যায়। গত উপজেলা নির্বাচনে জামায়াতের অসহযোগিতার কারণে বিএনপিকে বেশ কয়েকটি উপজেলা চেয়ারম্যান পদ হারাতে হয়। জামায়াত নির্বাচনী ঐক্যের শর্ত পালন করলে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীর জয়ের সংখ্যা বেড়ে যেত। অথচ প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দেশি-বিদেশি চাপের মুখেও জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি বিএনপি। কোথাও জামায়াত নেতাকে সমর্থন দিতে গিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার হতে হয়েছে। কিন্তু জামায়াত তার কথা রাখেনি বলে বিএনপির নেতারা মনে করেন।

এদিকে গত বছরের জানুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট এক প্রস্তাবে বিএনপিকে জামায়াত ছাড়ার কথা বলে। পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্রের সুনাম আছে। রাজনৈতিক দলগুলোর উচিত সেই সুনাম ধরে রাখা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার সংস্কৃতি বৃদ্ধি করা। বিএনপির উচিত জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম থেকে নিজেদের দূরে রাখা। ওই সময়ে সংঘটিত সহিংস ঘটনারও নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও ইদানীং সন্দেহের চোখে দেখছে জামায়াতকে।

এমতাবস্থায় বিএনপির একটি অংশ মনে করে, জামায়াতের সঙ্গে পথচলা যথেষ্ট হয়েছে। বিএনপির ভালোর জন্যই এখন একা চলা উচিত। গত ৫ জানুয়ারি বিএনপির যে সমাবেশ ঢাকায় হয়েছে, তাকে নজির হিসেবে উল্লেখ করে বিএনপির ক্ষুব্ধ অংশটি বলে, কারো সহযোগিতা না নিয়ে বিএনপি যে একলা চলতে পারে তা ৫ জানুয়ারির সমাবেশই প্রমাণ করল।

http://www.anandalokfoundation.com/