ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাপায় কোনো বিভেদ নেই: রওশন

admin
April 2, 2019 7:36 pm
Link Copied!

বিরোধীদলীয় উপনেতার পদ হারানো জিএম কাদেরকে পাশে নিয়ে নতুন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে (জাপা) বিভেদ নেই। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যে সিদ্ধান্ত নেন, তা বাকি সবাই মেনে নেন। জাপায় বিভেদের যেসব খবর গণমাধ্যমে আসছে তা ভিত্তিহীন।

মঙ্গলবার জাপার অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠবার্ষিকীতে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা রওশন এরশাদ। অনুষ্ঠানের পুরো সময় জিএম কাদের হাসিমুখে ভাবি রওশন এরশাদের পাশে ছিলেন।

গত ২২ মার্চ মধ্যরাতে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন তার বড় ভাই এরশাদ। পরদিন বিকেলে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও তাকে অপসারণ করা হয়। ভাইকে সরিয়ে স্ত্রী রওশনকে বিরোধীদলীয় উপনেতার পদে বসিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

জিএম কাদেরকে দলীয় ও সংসদের পদ থেকে অপসারণের পর জাপায় অস্থিরতা চলছে। রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমানসহ একাধিক নেতা জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে মঙ্গলবারের অনুষ্ঠানে রওশন এরশাদ বলেছেন, সবাই এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন।

বিএনপিবিহীন দশম সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন রওশন এরশাদ। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে অভাবনীয় ফল করে বিএনপির চেয়ে বেশি আসন পেয়ে ফের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে এরশাদ।

ভোটের পর হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ নিজেই বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেন। ছোট ভাইকে নিজের উত্তরসূরী ঘোষণা করে উপনেতার পদে বসান। কিন্তু দেড় মাসের মাথায় এ সিদ্ধান্ত বদলে স্ত্রীকে উপনেতা করেন। এর আগে ২০১৬ সালে রওশনের মতের বিরুদ্ধেই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করেছিলেন এরশাদ।

জাপায় পদপদবি নিয়ে এ অস্থিরতার মধ্যেই দীর্ঘদিন পর মঙ্গলবার যুব সংহতির অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা এক মঞ্চে আসেন। এতে প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুও যোগ দেন। তবে ছিলেন না দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

যুব সমাবেশে রওশন এরশাদ বলেছেন, এরশাদ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে করে তিনি মাথা উঁচু করে রাজনীতি না করতে না পারেন। এরশাদের শাসনামলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে, মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে। রওশন জানান, বিরোধী দল হিসেবে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টার প্রতিবাদ করবেন তারা। সংসদে কথা বলবেন।

যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

http://www.anandalokfoundation.com/