13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যৌন দাসীদের ক্ষতিপূরণ দেবে

admin
December 29, 2015 11:02 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার নারীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পতিতালয়গুলোতে বাধ্যতামূলকভাবে যৌন কাজে ব্যবহারের বিষয়টি নিষ্পত্তি করতে একটি চুক্তি সম্পন্ন করেছে দুই দেশ।

চুক্তি অনুসারে, জাপান তাদের অপরাধের জন্য দ. কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে এবং ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে ১০ কোটি ইয়েন প্রদান করবে। এ অর্থ ভুক্তভোগীদের দেয়া হবে।

১৯৬৫ সালের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম এ ধরনের চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ যাচ্ছিল। দ. কোরিয়া জাপানের কাছ থেকে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করে আসছিল। ভুক্তভোগী নারীদের মধ্যে বর্তমানে মাত্র ৪৬ জন বেঁচে আছে।

এর আগে বিষয়টি নিষ্পত্তির জন্য দ. কোরিয়ার রাজধানী সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বায়াং-সে এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিশিদা জাপানের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা জানান। এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দ. কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ফোন দিয়ে তার কাছে ক্ষমা চান।

শিনজো আবে সাংবাদিকদের বলেন, ‘জাপান এবং দ. কোরিয়া একটি নতুন যুগে প্রবেশ করলো। বিষয়টি আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত নিয়ে যাওয়া উচিৎ নয়।’

প্রেসিডেন্ট পার্ক তার বিবৃতিতে বলেন, ‘এ বছরই তাদের নয়জন মারা গেছে। আমি মনে করি, এই চুক্তির ফলে বেঁচে থাকাদের মানসিক যন্ত্রণা কিছুটা কমবে।’

হিসেব অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা মোট ২ লাখ নারীকে যৌন কাজে বাধ্য করেছিল। এদের বেশিরভাগই কোরিয়ান। বাকিরা চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং তাইওয়ানের নাগরিক।

দ. কোরিয়া জানিয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে বিষয়টি চিরদিনের জন্য নিষ্পত্তি করে দেয়া হলো। এরপর থেকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ে দুই দেশ কেউ কারো সমালোচনা করবে না।

তবে এতে খুশি নয় ভুক্তভোগীরা। তারা চায়, জাপান সরাসরি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যৌন দাসী হিসেবে ব্যবহৃত হওয়া বর্তমানে ৮৮ বছর বয়সী লি ইয়ং-সু বলেন,  ‘আমরা টাকার জন্য লালায়িত না। যদি সত্যিই জাপান অপরাধ করে থাকে তবে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ।’

একই ঘটনার ভুক্তভোগী আরো একজন বলেন, ‘আমার তখনকার কথা মনে পরে। আমাদের সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। তাই আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’

http://www.anandalokfoundation.com/