14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর থেকে

Rai Kishori
August 20, 2020 8:24 am
Link Copied!

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের এই ৯ম অধিবেশন আহ্বান করেছেন।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারও করোনাকালেই অধিবেশন বসছে। করোনাকালের বিবেচনায় অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারবে। তবে আগের অধিবেশনগুলোর মত এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

উল্লেখ্য, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। বিগত বাজেট অধিবেশন শেষ হয়েছিল ৯ জুলাই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতেই হবে।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে।

http://www.anandalokfoundation.com/