ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর কাওরান বাজারে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি.।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক আ.ব.ম. ফারুক, অধ্যাপক ড. মশিউর রহমান, অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী, অধ্যাপক ড. নেওয়াজ বাহাদুর, এ্যাডভোকেট বলরাম পোদ্দার সহ বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবাল এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ-সভাপতি মাহফুজ শিকদার (চঞ্চল) এর পরিচালনায় এবং সভাপতি শংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম (তারেক)। এসময় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও সকলের মাগফেরাত কামনা করা হয়।