আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিপিন কমল ফাউন্ডেশন উদ্যেগে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ঔষধ বিতরন করা হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা দেয় আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডা.হিরন্ময় হালদার। চিকিৎসার পরে রোগীদের বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামীলীগ কমিটি সদস্য মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা প্রবীন আওয়ামীলীগ নেতা শিক্ষক অরুন চন্দ্র হালদার, যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।