জাতীয় পার্টির (এরশাদ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা সদরে কেককাটা, বণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান, যুগ্ম-আহ্বায়ক মো. নিজানুল হক নান্নু, গোলাম আজিজ, বিশ^নাথ মালী, নুরে-আলম সোহেল, কামরুল হাসান মুকুল, সদস্য চিম্ময় দাস, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক ইলিয়াস হাওলাদার খোকন, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য মাইন মাসুদ প্রমূখ।