এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেশের সকল সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা বাধ্যতামুলক হলেও পাটকেলঘাটার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষমতাবান প্রধান শিক্ষক আসাদুজ্জামান মোড়ল তার অফিস কক্ষে ছবি দুটি না টাঙিয়ে দীর্ঘদিন অবহেলা অনাদরে চেয়াররের উপর রেখে দিয়েছেন। জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় বিদ্যালয়ের অভিভাবকসহ সচেতনমহল প্রধান শিক্ষকের উপর ফুঁসে উঠেছেন।
রোববার সকালে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে গিয়ে ছবি দুটি শিক্ষকদের বসার চেয়ারের পিছনের দিকে চরম অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষনিক প্রধান শিক্ষককে জানালে তিনি অঙ্গ ভঙ্গিমায় সাংবাদিকদের জানান-আসলে আমি বিএনপির সমর্থন করি। স্কুলটি বিএনপি আমলে গড়ে তোলা এবং ঐ সময়ই আমার চাকরি। ছবিটবি মাথার উপর টাঙিয়ে রাখা আমার একদম পছন্দ না। জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি সকল প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক জানা আছে কিনা এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন সবকিছু জানা থাকলেও পালন করে কজন ? এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগনেতা শহিদুল ইসলামের ব্যবহৃত ০১৭১৪৯৪৯৫১৪ নং মুঠো ফোনে যোগাযোগের চেস্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননাকারী দেশের প্রচলিত আইনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দ্রত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিৎ।
সম্প্রতি ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুর্নীতিপরায়ণ প্রধান শিক্ষক ও একাধিক অপকর্মের হোতা চাতুর্যতার সহিত তার আপন চাচাতো ভাই আওয়ামীলীগনেতা শহিদুল মোড়লকে আবারো সভাপতি বানানোর জন্যে অনৈতিকভাবে নিজের পছন্দের লোকদের সদস্য বানিয়ে পকেট কমিটি গঠন করে কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদনের পায়তারা করছেন।