14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জয়বাংলা শ্লোগান কেন মুমিনদের কাছে হারাম

নারায়ন দেবনাথ
December 18, 2024 2:31 pm
Link Copied!

জয়বাংলা শ্লোগান কেন মুমিনদের কাছে হারাম। দেয়ালে ‘জয়বাংলা’ লিখার অপরাধে চাপাইনবাবগঞ্জে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।অথচ মুক্তিযুদ্ধে এই জয়বাংলা শ্লোগানই ছিল অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ এখন আর মুক্তিযুদ্ধে অর্জিত একটি দেশ নয়।

৭৫এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর থেকেই বাংলাদেশে জয়বাংলা শ্লোগান নির্বাসিত হয়েছে। জয়বাংলা শ্লোগানের মধ্যে যে ‘জয়’ শব্দটি রয়েছে তাতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের আপত্তি। কারণ জয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে।সংস্কৃত হলো হিন্দুদের দেব ভাষা।হিন্দুদের সব ধরনের ধর্মীয় গ্রন্থ রচনা হয়েছে সংস্কৃত ভাষায়।অন্যদিকে মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি।কোরান আরবিতে রচিত হয়েছে।ফলে মৌলিকভাবেই মুসলিম ধর্মে জয় নিয়ে আপত্তি থাকবে।

আর আপনি যদি রাজনৈতিক ভাবে ভাবেন তাহলে হিন্দুদের দেশ ভারতে তাদের জাতীয় শ্লোগান ‘জয়হিন্দ’,ভারত মাতা কি জয় বলে ভারতীয়রা।ভারতেও মুসলিমরা জয় হিন্দ বলে না ভারত মাতা কি জয় বলেনা।যে কারনে বাংলাদেশের মুসলিমরা জয়বাংলা বলেনা ঠিক একই কারণে ভারতের মুসলিমরাও জয় হিন্দ বলেনা।তাছাড়া জয় শ্লোগানের উৎস হচ্ছে অবিভক্ত ভারত থেকে।অবিভক্ত ভারতে হিন্দুস্থান কি জয় শ্লোগান দেয়া হতো।জয় হিন্দ শ্লোগান প্রথম দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।

মুসলমানদের কাছে জয় শব্দের আপত্তির আরও অন্তর্নিহিত কারণ রয়েছে।জয় শব্দটা হিন্দুদের ধর্মীয় পরিভাষা হিসাবে ব্যবহৃত।হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ গীতা উপনিষদ সংস্কৃত ভাষায় অনুদিত।ফলে হিন্দুরা এই জয় শব্দটা বিভিন্ন ঠাকুর দেবতাকে স্মরণ করার আগে ব্যবহার করেন।’জয় মা কালী’ জয় শিবশম্ভু,জয় মাতাজী এমনকি যে হিন্দুরাজা শিবাজি যে মুঘল আমলে মুসলিমদের কচুকাটা করেছিলো তার নামেও ভারতীয়রা জয় শিবাজি নামে জয়ধ্বনি দেয়। মুসলমানদের কচুকাটার সাথে যে জয়ের সম্পর্ক রয়েছে সেই জয় মুসলমানদের মুখে উচ্চারিত হবেনা এটাই স্বাভাবিক।

আর্যরা মহাভারতের নাম দিয়েছিলো ‘জয়’।কারণ তারা বিশ্বাস করতো মহাভারত পাঠ করলে অবিদ্যজনিত সকল সংস্কার জয় করা যায়।পুরানে রয়েছে স্বর্গে বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন দুইভাই জয়বিজয়।ফলে হিন্দু সংস্কৃতিতে জয় একটি উল্লেখযোগ্য শব্দ।যার সাথে হিন্দুয়ানী হিন্দুদের দেবদেবী এবং ভারতের ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ন।

সুতরাং এমন একটি শব্দ মুসলিমদের মুখে আনা গর্হিত অপরাধ।জয়বাংলা শ্লোগান হাইকোর্ট থেকে জাতীয় শ্লোগান হিসাবে স্বীকৃতি পেয়েছিল কিন্তু সুপ্রিমকোর্ট এবার সে আদেশে স্থগিতাদেশ দিয়েছে।অর্থ্যাৎ শিক্ষিত অশিক্ষিতদের কেউ ইসলামের অনুশাসনকে অমান্য করার স্পর্দা দেখানোর সামর্থ নেই।

এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও জয়বাংলা
শ্লোগান মুক্তির স্বাদ পায়নি।৭৫ পর্যন্ত এই শ্লোগান নিয়ে কোন দ্বিমত ধর্মীয় অনুভূতিতে আঘাত বাংলাদেশকে ভারতের নিকট বিক্রি করে দেয়ার কথা কেউ বলেনি।জয়বাংলা শ্লোগানই ছিলো দেশগড়া দেশপ্রেম দেশভক্তির এক উজ্জ্বল দিকদর্শন।

কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জয়বাংলা হতে থাকলো একটি বিজাতীয় শ্লোগান এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের একটি লক্ষনরেখা।পরিবর্তে জয়বাংলার স্থলে এসেছে জিন্দাবাদ শ্লোগান যা পাকিস্তান জিন্দাবাদের সাথে সামঞ্জস্যপূর্ন।

http://www.anandalokfoundation.com/