তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সরকারি ও বেসরকারিভাবে সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলেও তা বাস্তবে কার্যকর করা যাচ্ছে না। গাড়িচালদের সঠিক প্রশিক্ষণ না থাকা দ্রুতগতিতে গাড়ি চালানো, ওভারটেক করাসহ বিভিন্ন কারণে দেশে সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাচ্ছে । আর এই দুর্ঘটনার শিকার হয়ে দেশে প্রতিবছর ব্যাপক মানুষের প্রাণহানি হচ্ছে।
গতকাল ২৯ জানুয়ারী (শুক্রবার) লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধ করতে হলে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে গাড়ির চালক, মালিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। গাড়ির চালকের চেয়ে ও মালিকের ভুমিকা বেশি বলে তারা মনে করেন। গাড়ির চালক যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয় সে ব্যপারে সকল মালিকের দৃষ্টি আকর্ষন করেন তারা।
জেলা বিআরটিএ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) মো: শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
এসময় বিআরটিএ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, জেলা বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।