জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে অটোমেটেড ভূমি সেবা (land.gov.bd) চালু করা হয়েছে। এ সিস্টেমে নাগরিকগণ একবার নিজ নিজ মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হয়েছিল। ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক সুবিধার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ে সেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা নিতে পারছেন।