13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছুটির আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার তাগিদ

admin
September 14, 2015 1:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ঃ ঈদ উপলক্ষে আগামি ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যায়ক্রমে পোশাকশ্রমিকদের ছুটি দিতে কারখানার মালিকদের প্রতি তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তায় নিজ উদ্যোগে সিসিটিভি বসাতে মালিকদের প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে রাজধানীর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সময় মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সে জন্য পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ছাত্রদের ভ্যাটবিরোধী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের এ আন্দোলন যেন ধ্বংসাত্মক রূপ না নেয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএর নেতাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/