13yercelebration
ঢাকা

ছিনতাইয়ের শিকার কলেজ ছাত্রী

admin
September 22, 2015 7:39 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস:  আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্রে করে আবারও সক্রিয় হয়েছে বেশ ক’টি ছিনতাইকারী চক্র। রংপুর মহানগরীসহ জেলার বেশ কয়েকটি স্থানে ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারী, শিক্ষার্থী, চাকুরিজীবি সহ অনেকে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টায় নগরীর সাতমাথা বাসষ্ট্যাণ্ড এলাকায় নাদিয়া সুলতানা নিশা মৃধা নামে বেগম রোকেয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে। সবার মতোই পরিবারের সাথে ঈদ করার উদ্দেশ্য নগরীর সাতমাথায় পৌছলে অটো চালক ছদ্মবেশে  কয়েকজনের একটি ছিনতাইকারী দল ঐ শিক্ষার্থীকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কাছে থাকা নগদ ৫ হাজার টাকা, দুটি ন্বর্ণের চেইন, মোবাইল ফোন এমনকি কলেজ ব্যাগে থাকা বই-খাতাও বাদ যায়নি তার। ঐ কলেজ ছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার কান্দিরহাট ইউনিয়নে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লালবাগ বাজারে গরু বিক্রি করে ফেরার পথে দর্শনার মোড়ে এক গরু ব্যবসায়ীর নগদ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। ঐ ব্যবসায়ীর নাম আফজাল হোসেন তার বাড়ি পীরগঞ্জ উপজেলার দখিপুর গ্রামে। এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, ঈদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখা মাঠে আছে, কোন প্রকার চাদাঁবাজি ও ছিনতাই মেনে নেয়া হবে, আমরা দ্রুত এই সমস্যা রোধে ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রী নাদিয়া সুলতান বলেন, আমরা স্টুডেন্ট আমাদের নিরাপত্তা যদি না পাই তাহলে বাসা থেকে বের হওয়া সম্ভব হবে না, আর আমি বাড়িতে গিয়ে কি বলবো কিছুই জানি না।

http://www.anandalokfoundation.com/