ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগে পদপ্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

admin
July 1, 2018 6:42 pm
Link Copied!

আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬টায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে গণভব‌নে সরাস‌রি কথা বল‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৯তম সম্মেলনে সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়ন ফর্ম কিনেছিলেন তাদের সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছাত্রলীগকে এই মর্মে জানানো হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন আমাদেরকে বলেছেন, যারা মনোনয়ন ফর্ম কিনেছিল তাদেরকে এ খবরটি জানাতে।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলেয়ার হোসেন শাহজাদা আরটিভি অনলাইনকে জানান, ‘আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯তম জাতীয় সম্মেলনের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে সরাস‌রি কথা বলবেন।  সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা মনোনয়ন ফর্ম কিনেছেন শুধুমাত্র তাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।’

গেলো ১১ ও ১২ মে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয় নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়া।

সূত্রগুলো জানায়, এবার ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক- শীর্ষ এ দুই পদের জন্য ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

http://www.anandalokfoundation.com/