ছাতক প্রতিনিধিঃ ছাতকের সুরমা নদীর উপর নির্মিতব্য সেতুর অবশিষ্ট কাজ বাস্তবায়ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে নির্মিতব্য সেতুর গোড়ায় ৬জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন মুহিবুর রহমান মানিক এমপি। এরআগে নানান জটিলতায় ভুক্তভোগী ভূমি মালিকদের মামলায় দীর্ঘদিন আটকে ছিলো সেতুটির অবশিষ্ট কাজ। গত ২৮ সেপ্টেম্বর সেতুর অ্যাপ্রোচ ও আধুনিক টোল প্লাজা নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মানিক ঘোষণা দিয়েছিলেন ক্ষতিগ্রস্তদের টাকা তিনি ব্রিজের গোড়ায় এনে দিয়ে যাবেন।
এর প্রেক্ষিতে শনিবার বিকালে ৬জন ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৭২লক্ষ টাকার চেক বিতরণ করে এর সুচনা করেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাতক উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সড়ক ও জনপথ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ভূমি মালিক জয়নাল আবেদীন প্রমূখ।
এসময় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, এডিসি (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন, মুরাদ হোসেন, বিলাল আহমদ, সায়েস্তা মিয়া, অদুদ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।