ছাতক প্রতিনিধিঃ ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ১২ই রবিউল আউয়াল পালিত হয়েছে। বুধবার এ উপজেলায় মুসলমানরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মুবারক র্যালী, আলোচনাসভা, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন। দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্টে বিশাল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমদানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল ত্বোহা, দশঘর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুশাহিদ আলী, সুফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, নতুন বাজার ধারণ দাখিল মাদরাসার সুপার মাওলানা সামছুর নূর, জেলা তালামীযের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-অফিস সম্পাদক ইয়াহউল ইসলাম সুজাত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ’র সভাপতি এম.এ. মতিন, উত্তর উপজেলা তালামীয’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাসান আহমদ, উত্তর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল বাছিত, হাফিজ আসিক উদ্দিন, ফারুক সরকুম, ফেরদৌস, রেদওয়ানসহ প্রমূখ। সভায় বক্তার বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে মহান আল্লাহতায়ালা মহনবী হযরত মুহাম্মদ (সা.) কে পৃথিবীতে পাঠান। পরবর্তীতে তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তারা মহানবীর জীবনাদর্শ অনুসরন করে ভ্রার্তৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রত হওয়ার আহবান জানান। শেষে দোয়া পরিচালনা করেন, কাজী মাওলানা আব্দুস সামাদ।
এদিকে, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুরশী ইসলামপুর দাখিল মাদরাসায় মুবারক র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বৃহত্তর কুরশী গ্রামবাসীর উদ্যোগে এ র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুরশী-ইসলামপুর দাখিল মাদরাসা, দক্ষিণ কুরশী দারুস সুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদরাসা ও আল-মদিনা ইসলামীক একাডেমী হিফজ শাখার শতাধিক শিক্ষার্থীসহ কুরশী আঞ্চলিক তালামীয, মাদরাসা শাখা তালামীয, আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, শানে মোস্তফা (সা.) ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও রেড রোজ সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালীতে নেতৃত্ব দেন মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ। র্যালীটি বৃহত্তর কুরশীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক ক্বারী মৌলভী কয়েছ মিয়া ও মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবদুল কুদ্দুছ, হাজী আশরাফ আলী, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, হাফিজ মো. আবদুল্লাহ, সমাজসেবী সাহেল মিয়া, আজর আলী, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আসলাম উদ্দিন, হাফিজ ইব্রাহিম বিন আশ্রাফী, ক্বারী মৌলভী জসীম উদ্দিন, সুরুজ আলী, ছাদিক মিয়া, উকিল আলী, বিলাল মিয়া প্রমূখ। এসময় মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সভাশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।