পাইকগাছায় চোরাই বিদুৎ লাইনে লীজ ঘেরে মটর পানি দেয়ার সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে মিহির কান্তি মন্ডল (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খড়িয়ার ঠাকুরণ বাড়ি চকে। জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুণ বাড়ি চকের মৃত্যু বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে মিহির কান্তি মন্ডল বুধবার দুপুরে বাড়ির পাশে ঘেরে পানি দিতে যায়। এলাকবাসি জানিয়েছে তারা বাড়ির বিদুৎ লইন থেকে চোরাই ভাবে ঘেরর বাসায় লইনটি নিয়ে যায়।
এ সময় মিহির পানিতে দাড়িয়ে মটরের প্লাগ লাগাতে গেলে বিদুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়। পাশের ঘের মালিক ফারুক হোসেন দেখতে পেলে তার ডাক চিৎকারে বাড়ি থেকে লইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। এ বিষয় পাইকগাছা পল্লি বিদ্যুৎ ডি জি এম বিলায়েত হোসেন বলেন, ইতিমধ্য আমরা বিভিন্ন এলাকায অবৈধ বিদুৎত লাইন কেটে দিয়েছি এবং আনেকের জরিমানা করেছি।পরে তারা রাতের আঁধারে আবরো সংযোগ নিয়ে নিচ্ছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে পরিবারের নিকট হস্থন্তর করেছি।