14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২

admin
August 16, 2015 9:53 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বন্দর নগরী তিয়ানজানে বুধবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে এ সংখ্যা  ১১২তে গিয়ে দাঁড়িয়েছে।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া  জানায়, বুধবারের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২তে গিয়ে ঠেকেছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭২১ জন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বুধবারের বিস্ফোরণে প্রাণক্ষয়ের এই ঘটনা থেকে কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।   তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

তবে সিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৬ হাজার ৩শ মানুষ স্থানচ্যূত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে বন্দর নগরী তিয়ানজিনের এক ‘বিপজ্জনক ও রাসায়নিক’ দ্রব্যের  গুদামে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ধাক্কা ১ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত শহরের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল।

http://www.anandalokfoundation.com/