ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চীনের আধিপত্য মোকাবিলায় ৭৫ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা জাপানের

Link Copied!

মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দুই দিনের ভারত সফরে এসে এই ঘোষণা দিয়েছেন তিনি। শিল্প থেকে শুরু করে দুর্যোগ প্রতিরোধ পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতিকে সাহায্য করার জন্য বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

গত সোমবার দিল্লিতে ঘোষিত পরিকল্পনাটিকে চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে জাপানের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ফুমিও কিশিদা বলেন, নতুন মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক পরিকল্পনার চারটি স্তম্ভ রয়েছে। এগুলো হলো—শান্তি বজায় রাখা, ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নতুন বৈশ্বিক সমস্যা মোকাবিলা করা, বিভিন্ন প্ল্যাটফরমের মাধ্যমে বৈশ্বিক সংযোগ অর্জন করা এবং  আকাশ ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনের জন্য ফুমিও কিশিদা ২০৩০ সালের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে ৭৫ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সহায়তা দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ এবং ইয়েন ঋণের মাধ্যমে।

http://www.anandalokfoundation.com/