২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও হার্ভার্ডের অধ্যাপক রবার্ট ব্ল্যাকওয়েল একটি নীতিপত্র লেখেন। এখন এশিয়ায় আমেরিকানরা যেসব পদক্ষেপ নিচ্ছে, তার ভিত্তি সেই লেখা। লেখাটির শুরু হয়েছে এই প্রস্তাবনা দিয়ে, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই অব্যাহতভাবে মহাকৌশল অনুসরণ করে যেতে হবে, যেখানে প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য অর্জন এবং সেটা ধরে রাখার ব্যাপারে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। প্রথম প্রতিদ্বন্দ্বী উত্তর আমেরিকা মহাদেশ, এরপর পশ্চিমা পরিসর ও শেষে বৈশ্বিক পরিসর।’ ব্ল্যাকওয়েলের নীতিপত্রটিতে এ যুক্তি তুলে ধরা হয়েছে যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার ‘পদ্ধতিগত শ্রেষ্ঠত্ব’ সুরক্ষিত রাখতে হবে এবং এশিয়ায় তারা সেটা কীভাবে করবে, তা নির্ধারণ করতে হবে।
বাইডেন প্রশাসন ২০১৫ সালে প্রণীত ব্ল্যাকওয়েলেরে সেই নীলনকশা বাস্তবায়ন করছে। এ কারণেই কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের কাছে ভিয়েতনাম গুরুত্বপূর্ণ। ‘কৌশলগত প্রতিযোগিতা’—এ ধরনের শব্দ ব্যবহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ৭০ বছরের আগের সময়ে ফিরে যাচ্ছে। কমিউনিস্টদের অভিলাষ ব্যর্থ করে দিতে গিয়ে ৭০ বছর আগে আনাড়ির মতো যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র।
ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক পরবর্তী ধাপে উন্নীত করার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। বলেছেন, যুক্তরাষ্ট্র-ভিয়েতনামের সম্পর্ক ‘নতুন স্তরে’ প্রবেশ করেছে। একটি বিষয়ে সন্দেহ নেই, কয়েক দশক আগের তুলনায় যুক্তরাষ্ট্র-ভিয়েতনামের সম্পর্কে অনেক বেশি অগ্রগতি এসেছে। কিন্তু এশিয়ার প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এখনো সেই পুরোনো ফাঁদেই পড়ে রয়েছে। এই দৃষ্টিভঙ্গির ফলাফল কী? এই দৃষ্টিভঙ্গি অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটানোর ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও বিশ্বকে ভুগতে হতে পারে এর জন্য।
নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের পর ভিয়েতনামের হ্যানয়ে সফল সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে ফিরে এসেছেন। প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ সফরটি ছিল এ প্রেক্ষাপট থেকে অনেক বেশি ভিন্ন। এ সফরের উদ্দেশ্য যতটা ভিয়েতনাম, তার চেয়ে অনেক বেশি দেশটির উত্তর দিকের অতিকায় প্রতিবেশী চীন। ব্যাপারটি যদি চীন–সম্পর্কিত না হতো, তাহলে বাইডেন হ্যানয় সফরে যেতেন কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
ভিয়েতনাম ঘিরে আমেরিকার এই সর্বশেষ তৎপরতা দেখে কেউই গত ৭০ বছরের ইতিহাসকে উপেক্ষা করে থাকতে পারে না। রক্তক্ষয়ী সংগ্রামে ফ্রান্সের উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে প্রথম নিজেদের পা রাখে। এরপর যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামে কট্টর কমিউনিস্টবিরোধী সরকারকে নিজেদের পাখার ছায়ায় নিয়ে আসে। ভিয়েতনামে তার এ সফরের সময় আধা ডজনের মতো বিনিয়োগ চুক্তি হয়েছে। এতে দুই পক্ষই লাভবান হবে। কিন্তু এ সফরে যেটা সবকিছুকে ছাপিয়ে গেছে, তা হলো যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের সঙ্গে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বের’ ঘোষণা দিয়েছে। চীন, রাশিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভিয়েতনামের কৌশলগত অংশীদারত্ব আগে থেকেই রয়েছে।