13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ ভারত সরকারের

নারায়ন দেবনাথ
November 26, 2024 2:19 pm
Link Copied!

অবশেষে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এক কড়া বিবৃতি জারি করেছেন।
ভারত উদ্বেগ প্রকাশ করে বলছে, চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর থেকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে বাংলাদেশে উগ্রবাদীরা। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে। লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর এবং মন্দির অপবিত্র করার চেষ্টা করছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে উগ্রবাদীরা মন্দিরে হামলা করছে। দেবদেবীর প্রতিমার ক্ষতি করছে।মন্ত্রক জানাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে যারা এই সব ঘটনা ঘটাচ্ছে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে চিন্ময় প্রভুর বিরুদ্ধে। যিনি ন্যয্য দাবি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন। আমরা এটা লক্ষ করে উদ্বিগ্ন যে সংখ্যালঘুরা শান্তিপূর্ণ ভাবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে।
ভারতের ইসকন চট্টগ্রামের হাঠ হাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষের গ্রেফতারিতে ভারত সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন। ইসকনের দাবি, ভিত্তিহীন অভিযোগে এই গ্রেফতার। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তারপর বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করেছে।
অপর দিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প:বঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। গলায় প্লেকার্ড ঝুলিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময় প্রভু।অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ করা হবে এবং কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ জানাবে বিজেপি।
ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে রয়েছে। দেশভাগের পর ভারতের আর কোন সরকার এমন সক্রিয়ভাবে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের পাশে ছিলো না।যদি কংগ্রেস এবং বামেরা তাদের রাজত্বকালে সাবেক পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের পাশে থাকত তাহলে বাংলাদেশের হিন্দুদের এতটা দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নে এখনো বিজেপি ছাড়া অন্যকোন রাজনৈতিক দল কোন প্রতিক্রিয়া দেয়নি। বিশেষ করে প:বঙ্গের সেকুলার এবং তোষামোদি কোন সংগঠন কোন ধরনের প্রতিক্রিয়া জানায়নি।
http://www.anandalokfoundation.com/