14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকরা আন্তরিক হলে রোগীদের বিদেশ যাবার প্রবণতা কমবে

admin
February 16, 2019 9:42 pm
Link Copied!

বিদেশে চিকিৎসকদের আন্তরিকতার কারণে তাদের ওপর রোগীদের আস্থা বেশি। আমাদের দেশের চিকিৎসকরাও যদি রোগীদের আন্তরিকভাবে সময় দিয়ে কথা বলেন, চিকিৎসা দেন, তবে বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে। বললেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ এফ এম কামালউদ্দিন।  শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. এ এফ এম কামালউদ্দিন বলেন, সচেতনতার অভাবে দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যদিকে আমাদের দেশে ক্যান্সার রোগ সংক্রান্ত চিকিৎসক কম সেটাও সত্যি। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ক্যান্সার রোগের চিকিৎসা সব দেশে একই। বাংলাদেশে যে নিয়ম মেনে চিকিৎসা হয়, অন্য দেশেও একই নিয়ম অনুসরণ করা হয়। তারপরও বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি। দেশে ফিরে রোগীরা চিকিৎসা নিয়ে শুধু একটা কথাই বলেন, চিকিৎসক মনযোগ দিয়ে, সময় নিয়ে দেখেছেন।  ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এম হাই বলেন, রোগীদের সঙ্গে যতটা সম্ভব আন্তরিকভাবে কথা বলতে হবে।

শুধু টাকার পেছনে ছুটলে চলবে না। ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাসুমুল হক বলেন, গেলো তিন বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, জনসচেতনতা বাড়ানো আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলের কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জহুরা জামিলা খান, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. তপেশ কুমার পাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানা পারভীন, অ্যাপোলো হাসপাতালের রেজিস্ট্রার ডা. নারিতা খুরশিদসহ আরও অনেকে।

http://www.anandalokfoundation.com/