ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস

admin
January 27, 2016 3:46 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জাতীয় সংসদের নবম অধিবেশনের চতুর্থ দিন মঙ্গলবার বিলটি পাস হয়।

বিলে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তাকে তহবিল থেকে এককালীন অনুদান দেওয়া হবে। কোনো শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তার স্ত্রী বা স্বামী পাবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা ও অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে শ্রমিকদের কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। এ ছাড়া শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে চা শ্রমিক কল্যাণ তহবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিধায় এই তহবিলের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বিলটি উত্থাপন করা হয়েছে।

গত ১৮ নভেম্বর বিলটি সংসদে তোলেন বাণিজ্যমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিগত সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের ‘চা শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ’ বাতিল করে বাংলায় আইন করতে বিলটি পাস করা হয়েছে।

 

http://www.anandalokfoundation.com/