অবতরণের ঠিক শেষ মুহূর্তে বেঙ্গালুরুতে ইসরোর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল চন্দ্রযান ২। ইসরোর তরফে ভোররাত ২.১৫ মিনিট নাগাদ ঘোষণা করা হয়, ল্যান্ডারের স্বাভাবিক গতিবিধি ২.১ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে। তারপরই সংযোগ ছিল।
প্রধানমন্ত্রী অবশ্য ইসরোর সব বিজ্ঞানীদের প্রশংসা করে বলেছেন, ‘আপনারা দেশকে সেরাটা দিয়েছেন। যেটুকু পেয়েছি আমরা তাও কম নয়। আশা করব আরও সেরাটা করার।’ রাফ ব্রেকিং অপারেশন সফলভাবে শেষ করার পর ভোররাত ১.৪৫ মিনিট নাগাদ অবতরণ স্থলের ৭.৪ কিলোমিটার দূর থেকে ফাইন ব্রেকিং অপারেশ শুরু করেছিল বিক্রম ল্যান্ডার। কিন্তু ২.১ কিলোমিটারের পর থেকেই তার সঙ্গে ইসরোর সংযোগ কেটে যায়।
বেঙ্গালুরুতে ইসরোর মিশন কন্ট্রোল রুম বা এমসিআর–এ বসেছিলেন প্রধানমন্ত্রী। ছিল বহু স্কুলের ছাত্রছাত্রীরাও। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছিলেন ইসরোর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছিলেন ঐতিহাসিক মুহূর্তে ৷ মাত্র লক্ষ্যের ২.১ কিমি বাকি থাকতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিক্রম ল্যান্ডারের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের মনোবল বাড়িয়েছেন ৷ তিনি বলেছেন এটি অনেক বড় উপলব্ধি ৷ এটাই অনেক বড় পাওনা ৷ দেশের মানুষের কাছে সত্যি এ এক প্রাপ্তি ৷ কাউকেই মন খারাপ করতে না বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাত ১টা ৩৮-এ শুরু হল গায়ে কাটা দেওয়া শেষ কয়েকটা মিনিট। বিক্রম তার কৃত্রিম মেধা দিয়ে প্রাথমিক ব্রেক কষা শুরু করল। সে তখন চাঁদের ৩০ কিলোমিটার উপরে। বিক্রমের ঠিক মাথার উপরে থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়ে চলেছে অরবিটার। সেই ছবি পর্দায় ভেসে উঠতেই কন্ট্রোল রুমে হাততালি বিজ্ঞানীদের। দর্শকের আসনে মোদীরও। ১০ মিনিট পরে ফের গতি কমানোর কাজ সারল আরও সূক্ষ্ম পর্যায়ে। সে তখন চাঁদের মাটি থেকে ৭ কিলোমিটার উপরে। প্রাথমিক ভাবে একটি অবতরণস্থল ও তার বিকল্প ঠিক করা থাকলেও ১টা ৫০ মিনিটে বিক্রম তার তোলা ছবির ভিত্তিতে ল্যান্ডিং সাইট বাছাই বা ‘লোকাল নেভিগেশন’ শুরু করল।
বিক্রম তখন ২.১ কিলোমিটার উপরে। থমকে গেল পর্দা। কন্ট্রোল রুমে পিন পড়ার শব্দও শোনা যাবে। ইঞ্জিনিয়ারেরা হঠাৎ গম্ভীর। কারও মাথায় হাত। কোনও ঘোষণা নেই। এক অদ্ভুত নীরবতা। রাত ১টা ৫৩, প্রধানমন্ত্রীর গালে হাত। চেয়ার ছেড়ে উঠে পড়েছেন শিবন, কিরণকুমার। কন্ট্রোল রুম নিশ্চুপ। কী হল, বোঝা যাচ্ছে না। মিশন কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন বিজ্ঞানীরা। সিবনের সঙ্গে কথা মোদীর। সঙ্গে কিরণকুমার, কস্তুরীরঙ্গন। সকলের চোখেমুখে উদ্বেগ। ২টো ৬ নাগাদ ঘোষণা, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তার গতিপথের তথ্য ফের আসতে শুরু করেছে। ছবিও আসছে। কিন্তু পর্দায় ভেসে উঠল পুরোনো গ্রাফিকের ছবি। শিবন ঘোষণা করলেন, বিক্রম ২.১ কিলোমিটার উপরে থাকা পর্যন্ত যোগাযোগ ছিল। তার পরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ২টো ১৯ মিনিটে মোদী এগিয়ে গিয়ে সিবনের পিঠ চাপড়ে বললেন, ‘‘আপনারা যা করেছেন দেশ আপনাদের জন্য গর্বিত। হোপ ফর দ্য বেস্ট আশা করি আবার আপনারা দেশকে খুশির খবর দিতে পারবেন।’’ উপস্থিত ৬০ পড়ুয়াদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মোদী। তাদের কয়েকটি প্রশ্নের উত্তরও দেন।
আশা করা হচ্ছিল কামাল দেখাবে কৃত্রিম মেধা! এর পরে চারটির মধ্যে দু’টি রকেটকে কাজে লাগিয়ে নীচে আসার পরে মাঝের একটি রকেট চালিয়ে নিজের গতি নিয়ন্ত্রণ করে, ঠিক যে ভাবে হেলিকপ্টার হেলিপ্যাডে নেমে আসে, ঠিক তেমন ভাবে চাঁদে তার চার পা রাখবে ভারতের বিক্রম। তার আগের মিনিটে নিদের তোলা চাঁদের ছবি পাঠিয়ে দেবে পৃথিবীতে।
৪৭ দিনের যাত্রাপথে মাঝের এক পর্বে ইসরো প্রধান কে শিবন বলেছিলেন, আমাদের তো প্রায় দম বন্ধ হয়ে ছিল কিছু ক্ষণের জন্য। জানিয়েছিলেন অবতরণের ‘দুর্ধর্ষ মুহূর্ত’-এর অপেক্ষায় রয়েছে তিনি। আজ কেমন ছিলেন শিবন? সারা দিনে এক বারই শুধু সংবাদ সংস্থার কাছে জানিয়েছেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী। সাফল্য আসবেই।’’ কিন্তু ফিরে এল সেই দম বন্ধ করা মুহূর্তগুলি।