ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজীর অভিযোগে কথিত দু’সাংবাদিক গ্রেফতার

admin
August 16, 2018 7:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ॥১৬আগস্ট’২০১৮
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর সরকারি প্রাইমারি স্কুলে কলকাতা টেলিভিশন ও আকাশ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে দুই কথিত সাংবাদিককে জনতা হাতে আটক হয়েছে। পরে তাদের হরিণাকুন্ডু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের জিয়ারত ডাক্তারের ছেলে লিটন মিয়া ও রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নাড়–য়া গ্রামের ইসলাম মোল্লার মেয়ে আনোয়ারা পারভিন হ্যাপী। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

দুর্লভপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক অভিযোগ করেন, তারা গত ২৬ জুলাই তার স্কুলে যান। কলকাতা টেলিভিশন ও আকাশ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন। তারপর দুর্নীতির অভিযোগ তুলে ছবি তোলেন ও খাতাপত্র দেখেন। পরে চাঁদা দাবি করে নানা ভয়ভীতি দেখান। ১৫’শ টাকা চাঁদা নিয়ে চলে যান। বুধবার দুপুরে তারা ফের স্কুলে আসেন। তখন জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলছিল। ওই দু সাংবাদিক অনুষ্ঠান ভাল ভাবে পালিত হচ্ছে না বলে ভয়ভীতি দেখান। তারা ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় স্কুলে উপস্থিত জনতার সন্দেহ হলে তাদের স্কুলের প্রধান শিক্ষকের রুমে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। হরিণাকুন্ডু থানা থেকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) আসাদ উজজামান জানান, স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বাদি হয়ে থানায় একটি চাঁদাবাজীর মামলা করেছেন ( মামলা নং-৩ তারিখ ১৫-৮- ২০১৮)। আটক আনোয়ারা পারভিন হ্যাপী জিজ্ঞাসাবাদে পুলিশেকে জানিয়েছে, তার স্বামীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামে। স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। ভাটই বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজী করেন। লিটন দাবি করেন, তিনি কলকাতা টেলিভিশনের সাংবাদিক। চাঁদাবাজীর অভিযোগ স্বীকার করেন বলে ওই পুলিশ অফিসার জানান।

তিনি আরো জানান, এর আগে হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের ছেলে জিয়াউল হক, হরিণাকুন্ডুর হরিয়ারঘাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাওন হাসান আবীর ও কুষ্টিয়ার ইবি থানার বিষ্ণুদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ওয়ালীউল্লাহ জনতা আটক আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধেও চাঁদাবাজীর মামলা হয়।

http://www.anandalokfoundation.com/