চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রশাসনের প্রশ্রয়ে ভোটচুরির সাহায্যেই আজ আওয়ামী লীগ এতবড় সংগঠন হয়েছে৷ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাহাবা কুঁড়িয়েছিলেন আজ বুঝতে পারছেন তাঁরা গলার কাঁটা হয়েছে। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ ২৭ই সেপ্টম্বর, ২০১৯ ইং রোজঃ শুক্রবার চট্টগ্রামের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, ৪/৫ , নুর আহমেদ সড়ক, লাভ লেইনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চট্টগ্রাস মহানগরের উদ্যোগে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদী আলোচনা সভায় এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ বলেন, “দেশের খালে-বিলে বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে৷ সংবিধানে গণিকাবৃত্তি আর জুয়া খেলা বন্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে উল্লেখ থাকলেও ক্যাসিনোর সাম্রাজ্য গড়ে তুলেছে যুবলীগ। আজকে সরকার কথিত শুদ্ধি অভিযান চালাচ্ছে কিন্তু হিসাব নিতে হবে এসব টাকার কুমীররা আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচীতে কতটাকা দিয়েছে আর ভোট চুরি করতে এরা কর্মীদের কতটাকা দিয়েছে।
ববি হাজ্জাজ বলেন, সেনাবাহিনীকে দূর্বল করে রেখেছেন বলেই আজ আমরা মিয়ানমারের কাছেও আমাদের নত হয়ে থাকতে হয়৷ প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলছে নীরবে মুসলিম বিতারণ আর নিপীড়ন কর্মসূচী। মোদি সরকার কাশ্মিরকে ভূমিদস্যুদের মত দখল করে নিয়েছে৷ আসামে বিতর্কিত নাগরিকত্বের তালিকা হয়েছে৷ এখান থেকেও মুসলমানদের বাংলাদেশে পুশব্যাক করবে।
এনডিএম’র চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ; উক্ত আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন থানা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।