অভিজিৎ দে রিপন ষ্টাফ রিপোর্টার চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের আদি ঐতিহ্যবাহী তীর্থস্থান ও বিখ্যাত হিন্দু মন্দির “শ্রী শ্রী চট্টেশ্বরী” কালী বিগ্রহ মন্দির। মন্দিরের সামনের সড়কটি মন্দিরের নামানুসারে চট্টেশ্বরী রোড হিসেবে নামকরণ হয়।২০ চট্টেশ্বরী সড়ক, মেহেদীবাগ,এই মন্দিরের অবস্থান। সম্প্রতি কাজীর দেউরী মোড় সহ বিভিন্ন সাইনবোর্ডে চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তন করে জে, আই মাদ্রাসা সড়কের নামে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে। এই বিষয়ে আজ ১১ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টেশ্বরী সড়কের নাম ফলক উৎপাটনের প্রতিবাদে ও যথাস্থানে পূনস্থাপনের দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ব্যনারে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি এডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন ব্রিটিশ আমল থেকে কাজীর দেউরী মোড় থেকে চকবাজার মোড় পর্যন্ত চট্টেশ্বরী সড়ক নামে খ্যাত। এই সড়কে ৬ টি নামফলক ছিল। উক্ত নামফলক গুলি রাতের আঁধারের কে বা কারা সম্প্রতি তুলে ফেলেছে।যার ফলে সনাতনী সমাজ এবং ইতিহাস সচেতন জনমনে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। এই সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নিলু নাগ, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, চট্টেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত পন্ডিত বিজয় চক্রবর্তী শারদাঞ্জলী ফোরাম’র সভাপতি মাষ্টার অজিত কুমার শীল, সনাতন সংগঠনের সভাপতি অশোক চক্রবর্তী লিংকন, সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক সুমন শর্মা,জাগো হিন্দু পরিষদের সহ -সাধারণ সম্পাদক জুয়েল আইচ, বাংলাদেশ হিন্দু মহাজোট’র সভাপতি দীপক চৌধুরী, ফতেয়াবাদ পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবাল ঘোষ দেবু ও চট্টগ্রামের বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এডভোকেট রানা দাশগুপ্ত বলেন এই বিষয়টি মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন’র দৃষ্টি আকর্ষন করা হলে তিনি ১০ দিনের মধ্যে প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দেন। এই সময়ের মধ্যে প্রতি স্থাপন করা না হলে আগামী ১৪ মার্চ থেকে চট্টেশ্বরী সড়কের নাম ফলক উৎপাটনের প্রতিবাদে ও যথাস্থানে পূনস্থাপনের দাবীতে গণস্বাক্ষর অভিযান ঘোষণা করা হবে।এই সময় তিনি আরো বলেন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম চট্টেশ্বরী সড়কের নাম পরিবর্তনের বিরুদ্ধে সুস্পষ্ট মত ব্যক্ত করেছেন। তিনি আগামী ১৪ মার্চ থেকে চট্টেশ্বরী সড়কের নামফলক যথাস্থানে পূনস্থাপনের আহ্বান জানান।