জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজ চট্টগ্রাম বন্দরে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৮ হাজার ৫ শত এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরো দুটি জাহাজ শনিবার এবং রবিবার মোংলা বন্দরে পৌঁছাবে।
আজ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।