চৈতী সেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ আনোয়ারায় ৭০ হাজার পিস ইয়াবা নিয়ে এক মহিলাকে আটক করেন থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়া বাড়ী থেকে। আটকৃত মহিলাটি হলেন নোয়া বাড়ির মোঃ ফরিদ এর স্ত্রী কামরুন্নাহার(৩০)।
উক্ত বিষয়ে পুলিশ কর্মকর্তা এএসআই রেজাউল করিম জানান, আনোয়ারা থানার এ.এস.আই পলাশ মজুমদার, এ.এস.আই এমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরে অভিযান চালিয়ে নোয়া পাড়ার মোঃ ফরিদের নিজবসত ঘর থেকে ৭০ হাজার পিস ইয়াবা নিয়ে তার স্ত্রী কামরুন্নাহারকে আটক করেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।
কামরুন্নাহার ও তার স্বামী মোঃ ফরিদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। ফরিদ পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ ফরিদ(৪৫) পালিয়ে যায়।
উক্ত অভিযানের বিষয়ে আনোয়ারা থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ (ওসি) দি নিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ হাজার পিচ ইয়াবা নিয়ে কামরুন্নাহারকে আটক করেন আমাদের থানা পুলিশ। আটককৃত মহিলা ও তার স্বামী পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখছে। আমি নিজে বাদী হয়ে মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।