ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে স্বামীকে খুন করে আত্মহত্যা সাজানোর চেষ্টা স্ত্রী শিরিনের

admin
August 25, 2017 1:00 am
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি(রাজিব শর্মা): চট্টগ্রাম নগরীতে স্বামীকে শ্বাসরোধে খুন করে আত্মহত্যা বলে প্রচার করেছিলেন এক নারী। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই নারী।

গত মঙ্গলবার গভীর রাতে শেরশাহ ঢেবারপাড় সোনালি নিবাস আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ সিদ্দিককে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেসময় সিদ্দিকের স্ত্রী শিরিন বেগম (৩০) জানায়, আত্মহত্যা করে মারা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন দি নিউজকে বলেন, শিরিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা শিকার করে। সে জানায়, মঙ্গলবার রাতে সিদ্দিক বাসায় ফেরার পর দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সিদ্দিক শিরিনকে মারধর করে। শিরিনও পাল্টা আঘাত করে সিদ্দিকের গলা চেপে ধরলে সে মারা যায়। এসব তথ্য ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আদালতকে জানিয়েছে শিরিন ।

http://www.anandalokfoundation.com/