চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের আদি ঐতিহ্যবাহী তীর্থস্থান ও বিখ্যাত হিন্দু মন্দির “শ্রী শ্রী চট্টেশ্বরী” কালী বিগ্রহ মন্দির। মন্দিরের সামনের সড়কটি মন্দিরের নামানুসারে চট্টেশ্বরী রোড হিসেবে নামকরণ হয়।২০ চট্টেশ্বরী সড়ক, মেহেদীবাগ,এই মন্দিরের অবস্থান। দেশের অন্যান্য রোডের ইতিহাসের মতোই বিগত চার শতাব্দীরও বেশি সময় ধরে কালের সাক্ষী এ চট্টেশ্বরী রোড সুপরিচিত। এক স্মরণ সভায় সিডিএ’র চেয়ারম্যান আবদুচ সালাম চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তনের কথা উল্লেখ করেন।(সুত্রঃ দৈনিক পূর্বকোন ২/১০/২০১৪ ইং) এই সংবাদ দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে সনাতনধর্মালম্বী লোকজন ও মন্দির কতৃপক্ষ বিক্ষুব্ধ হয়ে উঠে। ১৫ অক্টোবর ২০১৪ ইং চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তন না করার অনুরুধ জানিয়ে সিডিএ’র চেয়ারম্যান’র নিকট আবেদন করেন। (সুত্রঃ দৈনিক সমকাল ১৯ অক্টোবর ২০১৪) সম্প্রতি কাজীর দেউরী মোড়ে চট্টেশ্বরী রোডের নামফলক পরিবর্তন করে জে, আই মাদ্রাসা সড়কের নাম ফলকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে। এ ব্যপারে শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই জানিয়ে ষ্ট্যাষ্টাস দেন। চট্টেশ্বরী রোডের নাম পরিবর্তন নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরুধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ষ্ট্যাষ্টাস দেন সিডিএ’র চেয়ারম্যান আবদুচ সালাম।সরজমিনে দেখা যায় কাজীর দেউরী মোড়ে চট্টেশ্বরী রোডের নামফলকে নাম পরিবর্তন করে জে আই মাদ্রাসা সড়ক নাম করন করা হয়েছে। জে আই মাদ্রাসা গেইট ও আশপাশের অনেক দোকান সাইনবোর্ডে চট্টেশ্বরী রোড বাদ দিয়ে জে আই মাদ্রাসা সড়ক লেখা হয়। যার ফলে সনাতনধর্মালম্বী লোকজন ও মন্দির কতৃপক্ষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন সনাতনধর্মালম্বী লোকজন ও মন্দির কতৃপক্ষ।