13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ফিরছেন না শিক্ষকেরা

admin
February 3, 2018 11:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। ১৪ দিন অবস্থান ধর্মঘট পালনের মধ্য দিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনে অনশন করছেন তারা।

আমরণ অনশনে থাকা শিক্ষকদের দেখতে গত ৩০ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব ও একজন একান্ত সচিবরা আসেন। এই তিন সচিব শিক্ষকদের দাবি যৌক্তিক বলে সমর্থন দিয়ে তাদের অনশন ভাঙ্গার কথা বলেন। কিন্তু শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবে না। তাদের একটাই চাওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ এসে তাদের আশ্বস্ত করুক।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল জানান, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিলো নিজস্ব জমি থাকতে হবে।

এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। এরপরে চার হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু তাদের অপেক্ষা শেষ না হওয়ায় রাস্তায় এসে বসেছেন বলে জানান সংগঠনের দফতর সম্পাদক মো. আশরাফুল আলম।

আরও পড়ুন
দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার
ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে ৫ চুক্তি-সমঝোতা সই
২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক
অনশনে থাকা সকল শিক্ষকদের একটাই বক্তব্য মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এদিকে আনশনে থাকা শিক্ষকদেদের অধিকাংশ শীত ও ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে ভুগছেন। এখন পর্যন্ত ২০৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। মেডিকেলে ভর্তি রয়েছেন ৪০ জন।
উল্লেখ্য, গত চার দিন ধরে প্লেটের উপরে ‘মা আমাদেরকে খেতে দিন’ এমন প্রতিপাদ্যের মধ্য দিয়ে অনশন করছেন শিক্ষকরা।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। ১৪ দিন অবস্থান ধর্মঘট পালনের মধ্য দিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনে অনশন করছেন তারা।

আমরণ অনশনে থাকা শিক্ষকদের দেখতে গত ৩০ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব ও একজন একান্ত সচিবরা আসেন। এই তিন সচিব শিক্ষকদের দাবি যৌক্তিক বলে সমর্থন দিয়ে তাদের অনশন ভাঙ্গার কথা বলেন। কিন্তু শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবে না। তাদের একটাই চাওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ এসে তাদের আশ্বস্ত করুক।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল জানান, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিলো নিজস্ব জমি থাকতে হবে।

এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। এরপরে চার হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু তাদের অপেক্ষা শেষ না হওয়ায় রাস্তায় এসে বসেছেন বলে জানান সংগঠনের দফতর সম্পাদক।

অনশনে থাকা সকল শিক্ষকদের একটাই বক্তব্য মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এদিকে আনশনে থাকা শিক্ষকদেদের অধিকাংশ শীত ও ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে ভুগছেন। এখন পর্যন্ত ২০৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। মেডিকেলে ভর্তি রয়েছেন ৪০ জন।
উল্লেখ্য, গত চার দিন ধরে প্লেটের উপরে ‘মা আমাদেরকে খেতে দিন’ এমন প্রতিপাদ্যের মধ্য দিয়ে অনশন করছেন শিক্ষকরা।

http://www.anandalokfoundation.com/