14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও তীব্র শীতে স্থবির জনজীবন

ডেস্ক
February 4, 2025 11:31 am
Link Copied!

উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও তীব্র শীতে স্থবির জনজীবন। ঠাণ্ডার কারণে খেটে খাওয়া মানুষজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে উপার্জন কমেছে তাদের।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/