13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকানসহ ব্যবসায়ীদের কোটি টাকার সম্পদ ভস্মিভূত

নিউজ ডেস্ক
October 2, 2021 5:40 pm
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে শনিবার সকালে ১২টি দোকান ভস্মিভূত হওয়াসহ ব্যবসায়ীদের কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। তবে সর্বগ্রাসী এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন ও থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

জানাগেছে, শনিবার সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলা সদরের ঐতিহ্যবাহী ওই বন্দরের রিকশা ষ্ট্যান্ড থেকে লঞ্চঘাটগামী গলি ও দুর্গা মন্দির গলির মধ্যবর্তি লাইনের নদীর পশ্চিম পাড় অংশে থাকা মোঃ বাদশা খলিফার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের শেলিহান শিখা ৩০/৩৫ ফুট উচ্চতায় উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বন্দরের ব্যবসায়ী অমল সাহার হার্ডওয়ারের দোকান, মোঃ বাদশা খলিফার লেপ-তোষকের দোকান, সেকান্দার আলী বয়াতির টিনের আড়ৎ, নজরুল হাওলাদারের হার্ডওয়ারের দোকান, তারেক ভূইয়ার মুদি দোকান, বিভূতি মন্ডলের মুদি-মনোহরী দোকান, মোঃ আক্তার হোসেনের মুদি-মনোহরী দোকান, মোঃ ইক্তিয়ার হোসেন হাওলাদারের আরএফএল প্লাষ্টিকের ডিলার শো-রুম ও রড-সিমেন্ট এর দোকান, মোঃ জিয়াদুল ইসলামের মা-মেডিকেল হল নামের ঔষধের ফার্মেসী, মনির টেলিকম এন্ড কসমেটিকস, পাপ্পু টেলিকমসহ মোট ১২টি দোকান সম্পূর্ন ভস্মিভূত ও মোঃ সুলতান হোসেনের একটি টিভি-ফ্রিজের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে বন্দরের ব্যবসায়ীদের কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও খতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই গলির মোঃ বাদশা খলিফার লেপ-তোষকের দোকানটিতে প্রথমে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ব্যবসায়ী ও স্থানীয়রা ডাক-চিৎকার দিয়ে হাড়ি-বালতি নিয়ে নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। মুহুর্তেই দাউ-দাউ করে আগুন আসপাশের দোকানে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হই, তখন ব্যবসায়ীদের কল আসে। অগ্নিকান্ড স্থলে পৌছে প্রায় ৪৫ মিনিট ধরে প্রচেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে পুরোপুরি আগুন নেভাতে আমাদের প্রায় দুইঘন্টা সময় লেগে যায়। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার কর্মীরা সবাই অক্ষত রয়েছেন।

বাদশা খলিফার লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। এখনই ক্ষয় ক্ষতির সঠিক পরিমান বলা যাচ্ছেনা।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, থানা সংলগ্ন ঐতিহ্যবাহী এ বন্দরটিতে আগুন লাগার সাথে সাথেই থানা পুলিশ ব্যবসায়ীদের পূর্ন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদেরকে সহয়তা করে। ফলে আগুন নেভাতে গিয়ে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।

http://www.anandalokfoundation.com/