13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জুয়া খেলায় বাঁধা দেয়ায় হামলা

Link Copied!

বরিশালের গৌরনদীতে জুয়া খেলায় বাঁধা দেয়ায় ইসমাইল মীরা (৪০) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে গুরতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে ইসমাইলের মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইসমাইল উপজেলার বেজগাতী গ্রামের মোতালেব মীরার ছেলে।

হাসপাতালে ভর্তি ইসমাইল মীরা জানান, রোববার রাত ৯টার দিকে স্থানীয় আরিফ কবিরাজের
দোকানের সামনে বসে একই এলাকার কয়েকজন জুয়া খেলছিল।

এমতাবস্থায় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ব্যপক চিল্লাচিল্লি করায় তাদের জুয়া খেলার জন্য নিষেধ করে এলাকা ত্যাগ করার জন্য বলেন তিনি (ইসমাইল)। এতে তারা (জুয়াড়ি) ক্ষিপ্ত হয়ে ইসমাইলকে এলোপাথাড়ি মারধর
করতে থাকে।

এক পর্যায়ে একই এলাকার মন্টু সরদারের ছেলে রকিব সরদার তার হাতে থাকা লোহার রড দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত রকিব সরদারের ফোনে একাধিকবার কল করেও পাওয়া
যায় নি।

গৌরনদী মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/