গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউপির নালীউরি গ্রামের একটি বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষনিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক এ অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।তবে এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি গ্রামের মঈন উদ্দিন ও তার ভাই আমেরিকা প্রবাসী নজীর উদ্দিনের বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে । তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু আগুণ নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মঈন উদ্দিন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
.