13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

admin
October 31, 2016 5:20 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হয়েছে।রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের  আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে বাসায় ঢুকে। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ টি মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার ওসি একে এম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি শিবলী জানান- ডাকাতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
http://www.anandalokfoundation.com/