গোলাপগঞ্জ প্রতিনিধিঃ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হয়েছে।রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে বাসায় ঢুকে। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ টি মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার ওসি একে এম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি শিবলী জানান- ডাকাতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।