13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শোয়েব চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin
February 9, 2017 12:09 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি  : গোলাপগঞ্জে জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল বুধবার দুই দফা (সিলেট ও গোলাপগঞ্জে) জানাজা শেষে মরহুমের নিজ এলাকা রণকেলী দিঘিরপাড় পারিবারিক গোরস্তানে লাশ দাফন করা হয়। বুধবার বাদ যোহর প্রথম জানাজা দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, প্রবীণ আওয়ামীলীগ নেতা এডভোকেট আ ন ম শফিকুল হক, জেলা জাসদ সভাপতি কলমদর আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন, শাহ্ ফরিদ, মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যাপক সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, হুমায়ুন ইসলাম কামাল, মোঃ আলী দুলাল, এ বি এম হাসান জেবুল, শেখ মখলু মিয়া, ফারুক আহমদ, শাহ্ মুশাহিদ, জুবের খাঁন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জগলু চৌধুরী, শ্রমিকলীগ নেতা এজাজুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
বাদ আছর ২য় জানাজা মরহুমের নিজ গ্রাম গোলাপগঞ্জের রণকেলী দিঘিরপাড়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ,জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল মহসিন চৌধুরী, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিক, গোলাপগঞ্জ এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছামি চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ আব্দুল মালেক, সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সালমান চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল লেইছ, মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সিরাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খাঁন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে শামসুদ্দিন চৌধুরী বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
http://www.anandalokfoundation.com/