14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

সকলের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কাজ করতে হবেঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন

তামাকজাত পণ্য থেকে প্রাপ্ত রাজস্বের চেয়ে চিকিৎসায় ব্যয় বেশিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ৬ জন কর্মকর্তার পদোন্নতি

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকরা সর্বোচ্চ মজুরি

বেনাপোলে বিএনপির নেতা আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকট সমাধানে গোবরের তৈরি শলার লাকড়ি তৈরিতে ব্যস্ত গৃহিণীরা

Ovi Pandey
January 27, 2020 1:17 pm
Link Copied!

আঃজলিলঃ বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা ঝিকরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল গুলোতে  দিন দিন জ্বালানি সংকট প্রকট হয়ে দাড়িয়েছে। জ্বালানি সংকট থেকে বাচতে এ উপজেলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ এখন গোবরের তৈরি শলার লাকড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

গোবরের কম্পোস্ট সার খুবই উৎকৃষ্ট হওয়ায় কৃষকরা জমিতে গোবর দিয়ে ভালো ফলন ফলিয়ে থাকেন। ফলে সব সময়ই কৃষকদের মাঝে গোবরের কদর ব্যাপকভাবে দেখা যায়। যাদের গরু আছে কিন্তু আবাদি জমি নেই তারাও কৃষকদের কাছে গোবর বিক্রি করত। কিন্তু বর্তমানে তারা জ্বালানির বিকল্প হিসেবে গোবর ব্যবহার করছেনন। গোবরের তৈরি লাকড়ি দিয়ে নিজেদের জ্বালানি সমস্যার সমাধান করেও বাজারে বিক্রি করে সংসারের অভাব দূর করছেন। এ উপজেলায় দিন দিন জ্বালানি সংকট মারাত্মক আকার ধারণ করছে। জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে গ্রামাঞ্চলের নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর পরিবারগুলোর।

জ্বালানির অভাবে চুলা জ্বালাতে পারছে না দরিদ্র জনগোষ্ঠীর গৃহিণীরা। দফায় দফায় গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের অনেকেই গ্যাসের সিলিন্ডার ব্যবহার বন্ধ করে দিয়েছে। যার ফলে জ্বালানি কাঠের ওপর দিন দিন চাপ বেড়েই চলেছে। এর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে গোবরের তৈরি মুইঠ্যা বা শলার লাকড়ি। বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলায় গোবরের শলার লাকড়ি তৈরি করা হচ্ছে পুরোদমে। আর গোবরের শলার লাকড়ি জ্বালানির চাহিদা মেটানোর পর বিক্রি করে অভাব দূর করছেন অভাবগ্রস্ত পরিবারের গৃহিণীরা।

গোবরের শলার তৈরি লাকড়ি এমন এক প্রকার জ্বালানি যা তৈরি করা খুবই সহজ। খরচও কম এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। পরিবেশ সহায়ক এ জ্বালানি তৈরি উপকরণ হিসেবে প্রয়োজন গরু বা মহিষের গোবর, পাটখড়ি, ধানের তুষ (কুড়া)। গোবরের শলার লাকড়ি তৈরির আগে পরিমাপ মতো পাটখড়ি কেটে গোবর ও তুষ (কুড়া) একত্রে মিশিয়ে পাটখড়ির সঙ্গে এটে রোদে শুকাতে হয়। এ ছাড়াও মুঠো করে ঘষি বানিয়ে রোদে শুকিয়েও ব্যবহার করা যায়। কিছুদিন আগেও এর ব্যবহার ছিল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ।

কিন্তু বর্তমানে জ্বালানি সংকট ও এর দাম বেড়ে যাওয়ায় এখন গ্রাম ছেড়ে শহরেও গোবরের শলার লাকড়ির কদর বেড়েছে। প্রায় সব শ্রেণির মানুষ এ গোবরের শলার লাকড়ি স্বল্পমূল্যে কিনে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করছে। গ্রামীণ দরিদ্র পরিবারের মহিলারা এ গোবরের শলার লাকড়ি বা মুইঠ্যা তৈরি করে নিজেদের জ্বালানির চাহিদা মিটিয়েও বিক্রি করে সংসারের খরচ চালিয়ে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন

http://www.anandalokfoundation.com/