বিশেষ প্রতিবেদকঃ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ ‘অনির্বাণ আগামী’ শীর্ষক উৎসবের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে বিদ্যুৎ সমিতির আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপন-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ মোখলেসুর রহমান সরকার এবং সভাপতির আসন অলংকৃত করেন গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি জনাব পুলক বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ফারুক রহমান শরীফ, জেনারেল ম্যানেজার জনাব মোঃসাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জনাব বেল্লাল হোসেন, এলাকা পরিচালকবৃন্দ, মহিলা পরিচালকবৃন্দ, সমিতির কর্মকর্তা ও কমর্চারীবৃন্দ।