ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য গৃহবধুকে উঠানে বেঁধে শারীরিক নির্যাতন ও হত্যা করে লাশ গুমের হুমকী

admin
May 19, 2018 6:27 am
Link Copied!

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ   ঢাকার ধামরাইয়ে নান্নার গ্রামের উত্তর পাড়া (মুমীনবাগ) এক গৃহবধূকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন ও মারধরের ঘটনা ঘটেছে।

জানা যায়, নির্যাতিত গৃহবধূর শ্বশুর নজর আলী (৬০), স্বামী আলামিন (২২) প্রতিদিনই যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন ও  মারধর করে থাকে। গৃহবধূ অন্তসত্তা থাকা অবস্থায় স্বামী ও শ্বশুরের নির্যাতনের কারণে তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। আজ ঐ গৃহবধূকে নির্যাতন করে বাইরে বারান্দায় গ্রিলের সাথে বেঁধে রেখেছে ও ঘরে যেতে না করছে।

ঐ গৃহবধূ সাংবাদিকদের জানান আজ রাতে তার শ্বশুর ও স্বামী তাকে হত্যা করে ও লাশ গুম করার হুমকী দিয়েছে। এ ব্যাপারে গৃহবধূর বড় ভাই মো: মিলন হোসেন স্থানীয় ইউপি মেম্বারদের কাছে গিয়েও কোন বিচার ও সহযোগীতার আশ্বাস পায় নাই।

http://www.anandalokfoundation.com/