14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গুলি ও জাল নোট রাখার অপরাধে মেহেরপুর একব্যক্তির ৭ বছরের কারাদন্ড

admin
April 22, 2016 11:50 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ গুলি ও জাল নোট রাখার অপরাধে পাবনা জেলার কামার গ্রামের হেলাল উদ্দিনকে সাত বছরের সশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্র্ইাব্যুনাল ২য় আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা ওই আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত হেলাল উদ্দিন পাবনা জেলার কামার গ্রামের নোয়াব আলী ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৪ শে আগষ্ট বিকেলে গাংনী উপজেলার সাহেবপুর গ্রাম থেকে পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়ালির রহমান সংগীয় ফোর্স নিয়ে আসামি হেলাল উদ্দিনকে ৩ রাউন্ড গুলি ও ৩ টি জাল টাকার নোটসহ তাকে আটক করেন। পরের দিন এস আই ওয়ালিউর রহমান বাদি হয়ে হেলাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ে করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে ওই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড কাজি শহিদুল্লাহ হক এবং আসামি পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. শফিকুল  ইসলাম।

http://www.anandalokfoundation.com/