স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারও গুলশানে বসেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন। অতীতে তিনি টঙ্গীতে ‘এটলাস’ ভবনে গিয়ে সেখান থেকে মোনাজাতে অংশ নিলেও এবার তা হচ্ছে না বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে গুলশানের ‘ফিরোজা’য় বসেই আখেরি মোনাজাতে তিনি অংশ নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ‘এটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়, ‘উনি যাবেন কী যাবেন না, এটা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার সিকিউরিটি স্ট্যান্ড বাই থাকে।’
তিনি বলেন, ‘বিকেলে শুনেছি তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। এখন এ অবস্থায় কোথা থেকে মোনাজাতে অংশ নেন তা আমার জানা নেই।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি।